Alexa মা ইলিশ রক্ষায় হলিউড স্টাইলে নদীতে পুলিশের অভিযান (ভিডিও)

ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৮ ১৪২৬,   ২৫ রবিউল আউয়াল ১৪৪১

Akash

মা ইলিশ রক্ষায় হলিউড স্টাইলে নদীতে পুলিশের অভিযান (ভিডিও)

সোশ্যাল মিডিয়া ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৫:১১ ২৫ অক্টোবর ২০১৯   আপডেট: ১৫:২৩ ২৫ অক্টোবর ২০১৯

ছবি- ভিডিও থেকে নেয়া

ছবি- ভিডিও থেকে নেয়া

ধর ধর, ওই দাড়া, থাম। এবস কথা বলে একটি স্পিডবোট থেকে কয়েকজন পুলিশের একটি দল আরেকটি স্পিডবোটকে ধাওয়া করছে। কিন্তু আগের স্পিডবোটটি আরো গতি বাড়িয়ে নদীর পাড়ে গিয়ে থামে। বোটটি থামা মাত্রই সেটিতে থাকা ৪/৫জন জেলের সবাই দৌড়ে পালিয়ে যায়। 

এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি মানিকগঞ্জ জেলার লৌহজং থানাধীন পদ্মা নদীতে বলে যানা যায়। হলিউড সিনেমার স্টাইলে এই অভিযানে নেত্রীত্ব দেন লৌহজং থানার ওসি আলমগীর হোসেন।

মা ইলিশ রক্ষায় ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা নিষেধ। তাই চুরি করে ইলিশ ধরা ঠেকাতেই এই অভিযান চালিয়েছিলো পুলিশ। তবে এ ঘটনায় স্পিডবোটটি আটক করলেও চোর জেলেদের ধরা গেছে কিনা তা জানা যায়নি।

ভিডিও দেখুন এখানে

ডেইলি বাংলাদেশ/এমএস