Alexa হবু বরের পোশাক খুলে তাড়িয়ে দিল কনে!

ঢাকা, বৃহস্পতিবার   ২০ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ৭ ১৪২৬,   ২৫ জমাদিউস সানি ১৪৪১

Akash

হবু বরের পোশাক খুলে তাড়িয়ে দিল কনে!

নিউজ ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৮:০৮ ১১ মার্চ ২০১৯   আপডেট: ১৮:১১ ১১ মার্চ ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মদ্যপান করে বিয়ের আসরে গিয়েছিলেন বর। আর মদ্যপ অবস্থায় অভব্য আচরণও করেছিলেন। এই অভিযোগে হবু বরকে আটকে তার পোশাক-পরিচ্ছদ খুলে খালি গায়ে তাড়িয়ে দেয়া হয়।

ভারতের বিহারের ছপরা জেলার তরৈয়া থানার ডুমরি ছপিয়া গ্রামে এমনই এক ঘটনা ঘটেছে। ভারতীয় এক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, মগাইডিহা গ্রামের বর বাবলু কুমার মদ্যপ অবস্থায় টলতে টলতে বিয়ে করতে এসেছিলেন। শুধু তিনিই নন তার সঙ্গে আসা বরপক্ষের অনেকেই মদ্যপ অবস্থায় ছিলেন।

বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণের এক পর্যায়ে বাবুল কুমারের মদপানের বিষয়টি জানাজানি হয়। পরে এ নিয়ে কনেপক্ষের সঙ্গে বরপক্ষের বাকবিতণ্ডা শুরু হয়। কনেপক্ষ অভিযোগ করে বলেন, এ সময় বিয়ের সামাজিক রীতি না মেনে অশালীন আচরণ করছিলেন বাবলু কুমার।

জানা যায়, অনুষ্ঠানের এক পর্যায়ে এমন মদ্যপ ছেলেকে বিয়ে করবে না জানিয়ে বিয়ের আসর থেকে সরাসরি উঠে যান ২০ বছর বয়সী কনে রিংকি কুমারী।

এরপর বর ও তার সঙ্গে আসা অতিথিদের আটকে রেখে কনেপক্ষের দেয়া গহনা ও যাবতীয় উপহার ফেরত নিয়ে নেয় রিংকির পরিবার। পরে মদ্যপ বরের পরিচ্ছদ খুলে বরযাত্রীসহ তাকে তাড়িয়ে দেয়া হয়।

ডেইলি বাংলাদেশ/জেডআর