Alexa হবিগঞ্জে ৪৬ জন এইডসে আক্রান্ত

ঢাকা, বৃহস্পতিবার   ১৮ জুলাই ২০১৯,   শ্রাবণ ৩ ১৪২৬,   ১৪ জ্বিলকদ ১৪৪০

হবিগঞ্জে ৪৬ জন এইডসে আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০২:২৯ ২০ জুন ২০১৯   আপডেট: ০২:৩০ ২০ জুন ২০১৯

ফাইল ছবি

ফাইল ছবি

হবিগঞ্জে মরণব্যাধি এইচআইভি ভাইরাস বা এইডস রোগে আক্রান্ত মোট ৪৬ জনকে শনাক্ত করা হয়েছে। এদের প্রত্যেকেই চিকিৎসা নিচ্ছেন। আক্রান্তদের মধ্যে আজমিরীগঞ্জে সবচেয়ে বেশি রোগী রয়েছে। 

বুধবার দুপুরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় সিভিল সার্জন ডা. সুচিন্ত চৌধুরী এ তথ্য প্রকাশ করেন। বাধন হিজরা সংঘ সভার আয়োজন করে।

এ সময় সিভিল সার্জন আরো বলেন, হিজরাদেরকে হিজরা বলা উচিত নয়। এর মাধ্যমে তাদেরকে খাটো করা হয়। হিজরাদের তৃতীয় লিঙ্গ বলা উত্তম। আর তাদেরও উচিত যেন তারা মানুষের সঙ্গে ভাল আচরণ করা।

সভায় জানানো হয়, রোহিঙ্গা ক্যাম্পে এখন পর্যন্ত আড়াই হাজারের মতো এইডস রোগী শনাক্ত করা হয়েছে। এদের মাঝে এইচআইভি ভাইরাসের প্রবণতা মারাত্মক আকার ধারণ করছে। 

মতবিনিময় সভায় সিভিল সার্জন ছাড়াও আরো বক্তব্য দেন সমাজসেবা কর্মকর্তা মো. হাবিবুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, এনজিও কর্মকর্তা মো. আলমগীর কবির ও সাইফুল হাসান প্রমুখ।

ডেইলি বাংলাদেশ/জেডআর