Exim Bank
ঢাকা, বৃহস্পতিবার ২৪ মে, ২০১৮
iftar

হবিগঞ্জে ২২০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

 নিউজ ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৫:৩৩, ১৫ মে ২০১৮

১৪৩ বার পঠিত

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

হবিগঞ্জ শহরের বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২২০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে।

সোমবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. সফিউল আলম, জেলা শিক্ষা অফিসার অনীল কৃষ্ণ মজুমদার, বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু কুমার কর্মকার প্রমুখ।

এছাড়াও বক্তব্য রাখেন হবিগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক সাবিনা চৌধুরী, বক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গুরুদাশ বণিক প্রমুখ।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী শাকিরা হাসান ও জয়ীতা দাশ।

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সুধাংশু কুমার কর্মকার জানান, শিক্ষার্থীদের লেখাপড়ায় আরো বেশি আগ্রহী করতে বিদ্যালয়ের পক্ষ থেকে সর্বমোট ২২০ ছাত্রীকে এ সংবর্ধনা দেয়া হয়েছে। এর মাঝে বিগত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৮০ শিক্ষার্থী, জেএসসিতে বৃত্তিপ্রাপ্ত ৪৫ এবং পিএসসিতে বৃত্তিপ্রাপ্ত ৯৫ শিক্ষার্থী। সংবর্ধনা প্রাপ্ত সব শিক্ষার্থীদের হাতে বঙ্গবন্ধুর আত্মজীবনী ও ডায়েরীসহ বিভিন্ন ধরণের বই উপহার দেয়া হয়।

ডেইলি বাংলাদেশ/এমআরকে

সর্বাধিক পঠিত