Alexa হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঢাকা, মঙ্গলবার   ২০ আগস্ট ২০১৯,   ভাদ্র ৫ ১৪২৬,   ১৮ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

হবিগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২৩:০৬ ১৬ জুলাই ২০১৯  

হবিগঞ্জের চুনারুঘাট ও নবীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুই জন নিহত হয়েছেন।

নিহতরা হলেন জেলার মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের বুল্লা গ্রামের অখিল পালের স্ত্রী আরতি পাল ও নবীগঞ্জ উপজেলার জালালপুর গ্রামের নূর মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া।

চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক জানান, নিহত অরতি পাল মঙ্গলবার বিকেলে তার মেয়ের বাড়ি চুনারুঘাট উপজেলার পৌর শহরে বেড়াতে আসার পথে বাল্লা সড়কে একটি মোটরসাইকলে তাকে ধাক্কা দিলে আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

অপরদিকে, নবীগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন জানান, মঙ্গলবার রাত ৮ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দিতে সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাক রিকশা চালক জাহাঙ্গীরকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। তবে ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।

ডেইলি বাংলাদেশ/জেডএম

Best Electronics
Best Electronics