Alexa হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ছাত্র নিহত

ঢাকা, মঙ্গলবার   ২৮ জানুয়ারি ২০২০,   মাঘ ১৪ ১৪২৬,   ০২ জমাদিউস সানি ১৪৪১

Akash

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ছাত্র নিহত

হবিগঞ্জ প্রতিনিধি

 প্রকাশিত: ২২:০১ ১ ডিসেম্বর ২০১৮   আপডেট: ২২:০৫ ১ ডিসেম্বর ২০১৮

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কের চারগাঁওয়ে শনিবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত হয়েছে।

নিহত হাসান মিয়া চারগাঁও গ্রামের আব্দুল মতিনের ছেলে।

বাহুবল মডেল থানার ওসি মো. মাসুক আলী জানান, মিরপুরগামী একটি টাটা পিকআপ সড়কের পাশে দাঁড়িয়ে থাকা স্কুল ছাত্রকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে উত্তেজিত জনতা ট্রাক ও চালককে আটকের পর সড়ক অবরোধ করে। বাহুবলের ইউএনও জসিম উদ্দিন, বাহুবল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে উত্তেজিত জনতাকে সান্ত্বনা দিয়ে অবরোধ তুলে নেয়া হয়।

ডেইলি বাংলাদেশ/এমকেএ