মেহেরপুরে ট্রাক্টর-পাখিভ্যান সংঘর্ষে এক শিশু নিহত
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৪ ৭ অক্টোবর ২০১৮ আপডেট: ১৬:৪৪ ৭ অক্টোবর ২০১৮
-54827-1538909225.jpg)
ছবি: ডেইলি বাংলাদেশ
মেহেরপুরের গাংনীতে তেরাইল বিলপাড়া সড়কে রোববার দুপুরে ট্রাক্টর-পাখি ভ্যানের সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে।
নিহত শিশু রুমি খাতুন ভরাট গ্রামের ভ্যান চালক ফয়সাল হোসেনের মেয়ে।
গাংনী থানার ওসি হরেন্দ্র নাথ সরকার বলেন,ফয়সালের স্ত্রী তার দুই কন্যা শিশুকে সঙ্গে নিয়ে পাখিভ্যান যোগে গাংনীর উদ্দেশে যাচ্ছিলেন। তেরাইল বিলপাড়ায় পৌছলে ট্রাক্টরের সঙ্গে পাখিভ্যানের সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই রুমির মৃত্যু হয়। গুরুতর আহত সুমিকে কুষ্টিয়া হাসপাতালে নেয়া হয়েছে। শিশুটির মা সুস্থ্য আছেন।ঘটনাস্থলে ফেলে যাওয়া ট্রাক্টর ও মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। ট্রাক্টর চালককে আটকের চেষ্টা চলছে।
ডেইলি বাংলাদেশ/জেডএম