Alexa হবিগঞ্জে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ঢাকা, বৃহস্পতিবার   ১৭ অক্টোবর ২০১৯,   কার্তিক ২ ১৪২৬,   ১৭ সফর ১৪৪১

Akash

হবিগঞ্জে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

হবিগঞ্জ প্রতিনিধি  ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৬:৪১ ১৬ মে ২০১৯   আপডেট: ১৬:৪২ ১৬ মে ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জে স্থানীয় দৈনিক প্রভাকর পত্রিকার বিশেষ প্রতিনিধি জাহাঙ্গীর রহমানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে ডিসি কার্যালয়ের সামনে হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের উদ্যোগে এ মানববন্ধন হয়। 

এতে জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শরীফ চৌধুরীর পরিচালনায় ও সভাপতি শাকিল চৌধুরী সভাপতিত্বে বক্তব্য রাখেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ফজলুর রহমান, সাবেক সভাপতি হারুনুর রশীদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, মাছরাঙ্গা টিভির হবিগঞ্জ প্রতিনিধি চৌধুরী মাসুদ আলী ফরহাদ, জিটিভির হবিগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নুর উদ্দিন প্রমুখ। 

মানববন্ধনে বক্তারা সাংবাদিক জাহাঙ্গীর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।

গত রোববার সকালে সংবাদ প্রকাশের জেরে একদল সন্ত্রাসী জাহাঙ্গীর রহমানকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসা হয়।

ডেইলি বাংলাদেশ/জেএইচ