Exim Bank
ঢাকা, বৃহস্পতিবার ২৪ মে, ২০১৮
iftar

হবিগঞ্জে সংঘর্ষের ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু

 হবিগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৫:২৬, ১৩ ফেব্রুয়ারি ২০১৮

১৩২ বার পঠিত

খবরটি শুনতে এখানে ক্লিক করুন
ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জের লাখাইয়ে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত বৃদ্ধ মারা গেছেন।

মঙ্গলবার ভোরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের নাম কুদ্দুছ মোল্লা। তিনি উপজেলার মুড়িয়াউক গ্রামের বাসিন্ধা।

এ ঘটনায় নূরে আলম নামে এক জনকে আটক করেছে লাখাই পুলিশ।

লাখাই থানার ওসি মো. বজলার রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলার মুড়িয়াউক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান মোল্লা ও মুড়িয়াউক গ্রামের মাসুক মিয়ার লোকদের মাঝে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এই বিরোধকে কেন্দ্র করে ৯ ফেব্রুয়ারি সকালে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে বেশ কয়েকজন আহত হয়। এর মধ্যে গুরুতর অবস্থায় কুদ্দুছ মোল্লাকে ঢাকায় পাঠানো হয়।

পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য নুরুজ্জামান মোল্লাসহ নয় জনকে আটক করে।

ডেইলি বাংলাদেশ/এআর

সর্বাধিক পঠিত