Alexa হবিগঞ্জে বাস-ট্রাক্টর সংঘর্ষে শ্রমিক নিহত

ঢাকা, বুধবার   ২১ আগস্ট ২০১৯,   ভাদ্র ৬ ১৪২৬,   ১৯ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

হবিগঞ্জে বাস-ট্রাক্টর সংঘর্ষে শ্রমিক নিহত

 প্রকাশিত: ১২:৫২ ১০ নভেম্বর ২০১৮   আপডেট: ১২:৫২ ১০ নভেম্বর ২০১৮

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

হবিগঞ্জের বাহুবলে শনিবার সকালে যাত্রীবাহী বাস ও ট্রাক্টরের সংঘর্ষে সজল সরকার নামের এক শ্রমিক নিহত হয়েছেন।

ঢাকা সিলেট মহাসড়কের উপজেলার চারগাও নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক সজল উপজেলার ভাদেশ্বর ইউপির নতুন বাজার এলাকার কান্দিগাও গ্রামের কটিয়া সরকারের ছেলে। 

এ ঘটনায় আহত হয়েছেন ট্রাক্টরের চালকসহ আরো দুই জন। আশংকা জনক অবস্থায় তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

বাহুবল মডেল থানার ওসি  মো. মাসুক আলী বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি যাত্রীবাহী বাস বাহুবল থেকে মিরপুরগামী একটি ট্রাক্টরকে চাপা দিলে ঘটনাস্থলেই সজল সরকার মারা যায়। স্থানীয় লোকজন আহত দুজনকে ট্রাক্টরের ইঞ্জিনের নিচ থেকে উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালে নিয়ে আসে। গুরুতর আহত ট্রাক্টর চালক রুবেল মিয়া বাহুবল উপজেলার পূর্ব জয়পুর গ্রামের ইয়াকুত মিয়ার ছেলে। 

ডেইলি বাংলাদেশ/জেএইচ

Best Electronics
Best Electronics