Alexa হবিগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

ঢাকা, সোমবার   ১৪ অক্টোবর ২০১৯,   আশ্বিন ৩০ ১৪২৬,   ১৫ সফর ১৪৪১

Akash

হবিগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

 প্রকাশিত: ১৩:৪৪ ১১ ফেব্রুয়ারি ২০১৮  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জের বাহুবলে নিখোঁজ এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে উপজেলার বানিয়াগাঁও মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের নাম হাবিব মিয়া। সে উপজেলার খুঁজেরগাঁও গ্রামের আব্দুল হান্নানের ছেলে ও স্থানীয় বিহারীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।

নিহতের বাবা জানান, শনিবার বিকেলে বানিয়াগাঁও মাদ্রাসায় তাফসির মাহফিলে যোগ দিতে বাড়ি থেকে বের হয় হাবিব। রাতে সে আর বাড়ি ফিরেনি। পরে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। রোববার সকালে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়।

বাহুবল মডেল থানার ওসি মো. মাসুক আলী বলেন, পুলিশ লাশটি উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে মৃত্যুর কারণ এখনও স্পষ্ট করে বলা যাচ্ছে না।

ডেইলি বাংলাদেশ/আরআর