হবিগঞ্জে দুবাই ফেরত দুই প্রবাসী হোম কোয়ারেন্টাইনে
হবিগঞ্জ প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ০৭:৩৯ ১৪ মার্চ ২০২০

ছবি: ডেইলি বাংলাদেশ
করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে হবিগঞ্জের চুনারুঘাটে দুবাই ফেরত দুই প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের অতিরিক্ত সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জল।
তিনি বলেন, দুবাই ফেরত দুই প্রবাসীর শরীরে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি রয়েছে। তাই তাদেরকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বিশেষজ্ঞ ডাক্তারগণ সার্বক্ষণিক তাদের খোঁজ খবর নিচ্ছেন। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাদের শরীরে করোনার কোনো লক্ষণ নেই।
এছাড়াও বিদেশ ফেরত যাত্রীদের সম্পর্কে বিভিন্ন খোঁজ খবর জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
ডেইলি বাংলাদেশ/এমকে