হবিগঞ্জে দুই মাদক ব্যবসায়ী আটক
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৮ ৫ ডিসেম্বর ২০১৮ আপডেট: ১৪:১৮ ৫ ডিসেম্বর ২০১৮

ছবি: ডেইলি বাংলাদেশ
হবিগঞ্জের মাধবপুরে দুই মাদক ব্যবসায়ীকে বুধবার সকালে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিপ্তর।
আটকরা হলেন, মাধবপুর উপজেলার চাইয়াল গ্রামের আব্দুল হামিদের ছেলে হৃদয় মিয়া ওরফে স্বপন ও একই উপজেলার উত্তর সুরমা সুলতানপুর গ্রামের সাধন দাসের স্ত্রী অঞ্জনা দাস।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জগদীশপুর তেমুনিয়ার মুক্তিযোদ্ধা চত্তর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এসআই সিদ্দিকুর রহমান জানান, আটককৃতদের কাছ থেকে ১০টি ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এসকে