হবিগঞ্জে দুই প্রতিষ্ঠানের মালিককে জরিমানা
হবিগঞ্জ প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৮:৪১ ২৭ জানুয়ারি ২০২০

ছবি : ডেইলি বাংলাদেশ
হবিগঞ্জে অভিযান চালিয়ে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকেলে শহরের বেবিস্ট্যান্ড ও কোর্ট স্টেশন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আমীন ও শামসুদ্দিন মো. রেজার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আমীন জানান, বেবিস্ট্যান্ড এলাকার মধুকানন মিষ্টির দোকানে মেয়াদোত্তীর্ণ মালামাল ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের অভিযোগে ২ হাজার টাকা ও কোর্ট স্টেশন এলাকার মেসার্স আলম সুপার শপে ফ্রিজে সংরক্ষিত পানীয়জাত দ্রবাদি অস্বাস্থ্যকর পরিবেশে থাকায় ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।
ডেইলি বাংলাদেশ/জেএইচ