Alexa হবিগঞ্জে চা শ্রমিককে কুপিয়ে হত্যা

ঢাকা, শনিবার   ২২ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ১০ ১৪২৬,   ২৮ জমাদিউস সানি ১৪৪১

Akash

হবিগঞ্জে চা শ্রমিককে কুপিয়ে হত্যা

 প্রকাশিত: ১৫:৩২ ৯ নভেম্বর ২০১৮   আপডেট: ১৫:৩২ ৯ নভেম্বর ২০১৮

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জের চুনারুঘাটের লালচান্দ চা বাগানে শুক্রবার ভোরে এক চা শ্রমিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এসময় আরো দুইজন আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

নিহত অনুজ কুমার ভৌমিক চা বাগানের ১৩নং বস্তির বাবুল ভৌমিকের ছেলে। আহতরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গেছে, অনুজ ও সুজনের মধ্যে পুরনো দ্বন্দ্ব রয়েছে। শুক্রবার ভোরে চা বাগানে অনুজকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে সুজন ও তার লোকজন। সকালে লাশ উদ্ধার করে পুলিশ। 

চুনারুঘাট থানার ওসি একেএম আজমিরুজ্জামান বলেন,পুরনো দ্বন্দ্বের কারণেই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িত সুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ডেইলি বাংলাদেশ/এআর