Alexa হজে জন্ম নিল আরো এক শিশু ‘মুহাম্মাদ’

ঢাকা, শনিবার   ২৯ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ১৬ ১৪২৬,   ০৫ রজব ১৪৪১

Akash

হজে জন্ম নিল আরো এক শিশু ‘মুহাম্মাদ’

ধর্ম ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৫:৩৩ ৭ আগস্ট ২০১৯   আপডেট: ১৫:৪২ ৭ আগস্ট ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চলতি হজ সফরে প্রথম শিশু ‘মাদিনা’র জন্মের পর এবার আফগান মায়ের কোল আলোকিত করে জন্ম নিল শিশু ‘মুহাম্মাদ। পবিত্র নগরী মক্কায় ৩৩ বছর বয়সী এক আফগান নারী এই সৌভাগ্যবান ফুটফুটে শিশুর জন্ম দিয়েছেন।  

মঙ্গলবার মক্কা মুকাররমার একটি মা ও শিশু হাসপাতালে ভূমিষ্ট হয় এ শিশু। এবারের হজে সন্তান ভূমিষ্ঠের দ্বিতীয় ঘটনা এটি। মক্কায় ভূমিষ্ঠ হওয়া নবজাতক ও মা উভয়ে সুস্থ রয়েছেন।

আরো পড়ুন>>>‘মাদিনা’ হজে জন্ম নেয়া প্রথম শিশু

প্রতি বছরই হজের সফরে অনেক নারীর সন্তান ভূমিষ্ঠ হয়। হজের সফরে এটিই কোনো আফগান নারীর প্রথম সন্তান লাভ।

আফগান এ নারী সন্তান ভূমিষ্ঠের পর প্রসূতি ও শিশু হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে উন্নত সেবা লাভের পর সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশংসা করেছেন।

চলতি বছর ভারতীয় এক দম্পতির কোল আলো করে জন্ম নেয় প্রথম শিশু। তার নাম রাখা হয় ‘মাদিনা’।

ডেইলি বাংলাদেশ/এমকে