Alexa সড়ক দুর্ঘটনায় সাংবাদিক হুমায়ুন আহত

ঢাকা, শনিবার   ১৮ জানুয়ারি ২০২০,   মাঘ ৪ ১৪২৬,   ২২ জমাদিউল আউয়াল ১৪৪১

Akash

সড়ক দুর্ঘটনায় সাংবাদিক হুমায়ুন আহত

জীবননগর (চুয়াডাঙ্গা)

 প্রকাশিত: ০৯:৫৬ ১০ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৯:৫৬ ১০ জানুয়ারি ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

চুয়াডাঙ্গা জীবননগর প্রেসক্লাবের সদস্য দৈনিক মানব জমিন ও দৈনিক জন্মভূমি পত্রিকার প্রতিনিধি সাংবাদিক হুমায়ুন কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। 

জীবননগর উপজেলার কাশিপুর সড়কে বৃহস্পতিবার সকালে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন তিনি।

সাংবাদিক হুমায়ুন কবির বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ দিকে বাঁকা মাঠপাড়া বাসা থেকে মোটরসাইকেলে করে তিনি আন্দোলবাড়িয়া যাচ্ছিলেন। বাঁকা–আন্দোলবাড়িয়া সড়কের কাঁশিপুর নামক স্থানে সড়কের ওপর একটি ছাগলকে বাঁচাতে গিয়ে বালুতে মোটরসাইকেলের চাকা পিঁচলে গেলে তিনি পড়ে যান। এতে তার বাম হাত ও বাম পায়ে মারাত্নক ভাবে আঘাত পান।

এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে জীবননগর হাসপাতালে এনে প্রাথমিক চিকিৎসা করান। এখন তিনি তার নিজস্ব প্রাইভেট ক্লিনিক (জীবননগর আদর্শ  ক্লিনিক) চিকিৎসাধীন আছেন। হুমায়ুন কবির তার শারীরিক সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।

সাংবাদিক হুমায়ুন কবিরের শারীরিক সুস্থতার জন্য জীবননগর প্রেসক্লাব ও জীবননগর সাংবাদিক সমিতির সদস্যরা সবার কাছে দোয়া চেয়েছেন। 
 
ডেইলি বাংলাদেশ/এমকে