Alexa সড়ক থেকে অসুস্থ বৃদ্ধকে নিয়ে হাসপাতালে ইউএনও

ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৭ ১৪২৬,   ২৪ রবিউল আউয়াল ১৪৪১

Akash

সড়ক থেকে অসুস্থ বৃদ্ধকে নিয়ে হাসপাতালে ইউএনও

সাতক্ষীরা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১১:০৮ ৬ নভেম্বর ২০১৯   আপডেট: ১২:১৭ ৬ নভেম্বর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

সড়কের উপর মানুষের ভিড়। দেখে গাড়ি থেকে নেমে পড়েলেন সাতক্ষীরার তালার ইউএনও। ভিড় ঠেলে দেখেন ৮০ বছরের অসুস্থ এক বৃদ্ধ সড়কে পড়ে আছেন। তাকে ঘিরে আছে উৎসুক মানুষ। এ অবস্থায় নিজের গাড়িতেই তাকে হাসপাতালে নেন ইউএনও ইকবাল হোসেন। 

মঙ্গলবার তালার জালালপুর ইউপির জেঠুয়া ফকিরপাড়ায় এ ঘটনা ঘটে।

অসুস্থ শামসুর ফকিরের ছেলে আনারুল ফকির জানান, দীর্ঘদিন ধরে তার বাবা অসুস্থ। দুপুরে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় মাথা ঘুরে পড়ে যান তিনি। এতে হাতে-মুখে আঘাত পান। স্থানীয় লোকজন ছুটে এলেও হাসপাতালে নেয়ার জন্য কোনো যানবাহন পাওয়া যাচ্ছিল না। ঠিক তখনই আশীর্বাদ হয়ে আসেন ইউএনও ইকবাল হোসেন। দ্রুত ইউএনওর গাড়িতে তার বাবাকে হাসপাতালে নিয়ে যান। এজন্য বড় ধরনের বিপদ থেকে বেঁচে যান বাবা।

আনারুল ফকির বলেন, ইউএনওর কাছে আমরা ঋণী। যতদিন বেঁচে থাকবো ততদিন স্যারের কাছে আমরা কৃতজ্ঞ থাকব। আজকের দিনের কথা আমরা কোনো দিনও ভুলব না।

তালা ইউএনও মো. ইকবাল হোসেন বলেন, আমি যা করেছি সেটি আমার দায়িত্ব ছিলো। দায়িত্ববোধ থেকে এ কাজটি করেছি আমি।

ডেইলি বাংলাদেশ/জেএস/টিআরএইচ