Alexa সড়কে হেলেদুলে হাঁটছে সারিবদ্ধ সিংহ, হতভম্ব নেটিজেনরা

ঢাকা, রোববার   ২৩ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ১১ ১৪২৬,   ২৯ জমাদিউস সানি ১৪৪১

Akash

সড়কে হেলেদুলে হাঁটছে সারিবদ্ধ সিংহ, হতভম্ব নেটিজেনরা

সোশ্যাল মিডিয়া ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৬:৫৫ ২৪ জানুয়ারি ২০২০   আপডেট: ১৬:৫৭ ২৪ জানুয়ারি ২০২০

ভিডিও থেকে নেয়া স্ক্রিনশট

ভিডিও থেকে নেয়া স্ক্রিনশট

সিংহ সাহসের প্রতীক, শক্তির প্রতীক। তাই আগের যুগের রাজারা সিংহের মুকুট বা সিংহের প্রতিকৃতি নিজেদের রাজপ্রাসাদের সামনে বসিয়ে রাখতেন। কারণ সিংহ সবচেয়ে ভীতিকর বা হিংস্র প্রাণী। সাধারণত সিংহ বা সিংহীকে সচরাচর বনে দেখা মেলে। তবে এবার ঘটেছে ভিন্ন কাণ্ড। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে সড়কে একদল সিংহ ও সিংহীদের সারিবদ্ধভাবে হেলেদুলে হাঁটতে দেখা গেছে।

ভাইরাল হওয়া ওই ভিডিওটি টুইটারে পোস্ট করেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের কর্মকর্তা সুশান্ত নন্দা। নয় সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, দুই পাশে সবুজ ঘাসের মাঝে পিচঢালা আঁকাবাকা পথে একদল সিংহ ও সিংহীরা সারিবদ্ধভাবে হেলেদুলে হেঁটে চলেছে। ওই ভিডিওতে প্রায় ১৪ টি সিংহের অস্তিত্ব পাওয়া যায়।

এদিকে, ওই ভিডিও পোস্ট করার পর নেটিজেনরা হতভম্ব হয়েছেন। কারণ সিংহ বা সিংহী সাধারণত বনে বা চিড়িয়াখানায় থাকে। তাই নেটিজেনরা ওই দৃশ্যের স্থানের নাম জানতে চান। এতে সুশান্ত জানান, দৃশ্যটি দক্ষিণ আফ্রিকার একটি ফার্মের।

তিনি ভিডিওর ক্যাপশনে জানানা, এটি আসল ক্যাটওয়ার্ক। সত্যি বলতে, ওরা আমাদের থেকে ভালো করছে।

>>ভিডিও দেখতে ক্লিক করুন<<

ডেইলি বাংলাদেশ/এমকেএ