Alexa সড়কের ধারে মরা বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ঢাকা, শনিবার   ০৭ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২৩ ১৪২৬,   ১০ রবিউস সানি ১৪৪১

সড়কের ধারে মরা বাঘ, আতঙ্কে এলাকাবাসী

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৪:৩৩ ১৬ সেপ্টেম্বর ২০১৯  

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি মরা মেছো বাঘ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে উপজেলার চনপাড়া-নগরপাড়া গাজী বাইপাস সড়কের কায়েতপাড়া ইউপির দেইলপাড়া এলাকা থেকে এটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, বাঘটি দুইদিন আগে মারা গেছে। তবে পচন না ধরলেও বাঘের শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে।

সকালে দেইলপাড়া এলাকার মোতালিব মিয়ার বাড়ির পাশের ঝোপে বাঘটি পড়ে থাকতে দেখে উৎসুক জনতার ভিড় জমে যায় গাজী বাইপাস সড়কে। এ সময় সড়কে যানজট লেগে যায়। পরে স্থানীয় মুন্না মিয়া বাঘটিকে পিরুলিয়া-বড়ালু সড়কের পাশে রেখে দেন।

মুন্নামিয়া জানান, প্রায়ই এ সড়কে রাতের আধারে মেছো বাঘের আনাগোনা দেখা যায়। এ নিয়ে আমরা আতঙ্কে আছি ভাই। এ বাঘটিকেও শনিবার রাতে রাস্তায় দেখা গেছে। মনে হয়, ওই দিনই কোনো দ্রুতগামী ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে জন্তুটি সড়কের পাশের ঝোপে পড়ে যায়। আর উঠতে পারেনি।

আলেয়া বেগম নামে একজন পথচারী জানান, এর কয়েক মাস আগেও দক্ষিণ পাড়া এলাকা থেকে একটি জীবিত মেছো বাঘ উদ্ধার করা হয়। এ বাঘ নিয়ে এলাকাবাসীরা এখন আতঙ্কে দিন যাপন করছে। কোথা থেকে আসে, কখন যে কার ক্ষতি করে ফেলে তার ঠিক নাই।

রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান জানান, শুনেছি দেইলপাড়া এলাকায় একটি মৃত বাঘ পাওয়া গেছে। এর আগেও দক্ষিণ পাড়া থেকে একটি জীবিত বাঘ উদ্ধার করা হয়েছিল। কোথা থেকে এ এলাকায় প্রায়ই বাঘ আসে, অথবা কেউ এনে ফেলে রেখে যায় কি-না এ ব্যাপারে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

ডেইলি বাংলাদেশ/জেএইচ