Alexa স্মার্ট জোক্স

ঢাকা, শুক্রবার   ২১ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ৮ ১৪২৬,   ২৬ জমাদিউস সানি ১৪৪১

Akash

স্মার্ট জোক্স

 প্রকাশিত: ১৭:৪০ ৪ ডিসেম্বর ২০১৭   আপডেট: ১৭:৪২ ৪ ডিসেম্বর ২০১৭

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

(১)স্মার্ট জোক্স : পল্টু : বাবা, সুসংবাদ আছে।

বাবা : কথা বলে সময় নষ্ট করছিস কেন? তাড়াতাড়ি বল, কী সুসংবাদ!

পল্টু : তুমি বলেছিলা না পাস করলে মোটরসাইকেল কিনে দেবে?

বাবা : হ্যাঁ বলেছিলাম তো...

পল্টু : তোমার টাকা পুরোটাই বেঁচে গেছে! অভিনন্দন, বাবা...

(২) স্মার্ট জোক্স: সুরাসক্ত বাবা বলছে সদ্য কৈশোরাত্তীর্ণ ছেলেকে : বাপ আমার, মদ্যপান খুব খারাপ, কখনো ছুঁবি না এই জিনিস...

বাপের অমন কথায় বিস্ময়ে থ বনে যাওয়া ছেলে : বলছ কী বাবা? তোমার মুখে এই কথা?

বাবা : সংসারের হালত ভালো না রে, বাবা।

একসঙ্গে দুজনই যদি খাওয়া শুরু করি তাইলে বাড়ি-ঘর নিলামে উঠতে সময় লাগবে না... তাই বলছিলাম আর কি...

 

(৩) স্মার্ট জোক্স: বক্তা ও শ্রোতার বিবর্তন...

প্রথম দিকে রুপা আমার গার্লফ্রেন্ড ছিল। তখন আমি বলতাম আর ও বিভোর হয়ে শুনত। এরপর আমাদের এনগেজমেন্ট হলো।

তখন থেকে তার বলা শুরু আর আমি হয়ে যাই দর্শক।

এখন সে আমার স্ত্রী। এখন আমাদের দুজনের মুখই খোলা, শোনে পুরো মহল্লাবাসী- মন্টুর বাপের ডায়েরি থেকে।

ডেইলি বাংলাদেশ/আরএজে