Alexa স্মার্ট জোক্স

ঢাকা, বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৪ ১৪২৬,   ১৯ মুহররম ১৪৪১

Akash

স্মার্ট জোক্স

 প্রকাশিত: ১৮:০০ ২২ অক্টোবর ২০১৭   আপডেট: ১২:৪০ ১ নভেম্বর ২০১৭

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

(১) জোক্স

বড় বোন : আচ্ছা, আমি যখন গান করি তখন তুই বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকিস কেন?
ছোট বোন : আমি যে গান গাইছি না সেটা অন্যদের বোঝানোর জন্য।

(২) জোক্স

এক বাড়িতে ডাকাতি হয়েছে। প্রতিবেশীর বাড়িতে অনুসন্ধানের কাজে গেছেন গোয়েন্দা-
গোয়েন্দা : গত রাতে পাশের বাড়ি থেকে আপনারা কোনো শব্দ শুনতে পেয়েছেন?
প্রতিবেশী : নাহ! গোলাগুলি, চিৎকার আর ওদের কুকুরটার চেঁচামেচির যন্ত্রণায় কিছু শোনাই যাচ্ছিল না!

(৩) জোক্স

বড় ভাই ছোট ভাইকে গান শোনাচ্ছে- ­
বড় ভাই : আমার গান তোর কেমন লাগল?
ছোট ভাই : তোমার আসলে টিভিতে চান্স পাওয়া উচিত।
বড় ভাই : আমি কি সত্যিই এত ভাল গান করি?
ছোট ভাই : না, মানে টিভিতে হলে চ্যানেলটা বদলে দিতে পারতাম।

(৪) জোক্স

বিচারক : কী হে? তুমি ওই বাড়ির তালা ভাঙতে গেলে কেন?
চোর : কী করব স্যার, আমার কাছে যে চাবিগুলো ছিল তার একটা দিয়েও তালাটা খুলতে পারছিলাম না।

(৫) জোক্স

বিচারক : চুরি করার সময় একবারও তোমার স্ত্রী আর মেয়ের কথা মনে হয়নি?
চোর : হয়েছে হুজুর। কিন্তু দোকানটায় শুধু ছেলেদের কাপড়ই ছিল।

ডেইলি বাংলাদেশ/আরএজে