স্বামীর সামনেই ট্রাক্টর কেড়ে নিল স্ত্রীর প্রাণ
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ২০:১৬ ১৯ জানুয়ারি ২০২০ আপডেট: ২০:২১ ১৯ জানুয়ারি ২০২০

ফাইল ছবি
দিনাজপুর কাহারোলে ট্রাক্টরের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। রোববার বিকেলে উপজেলার রসুলপুর ইউপির ক্ষেরপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আখি আক্তার ওই ইউপির রসুলপুর গ্রামের শাহিন আলমের স্ত্রী ও এক সন্তানের মা ছিলেন।
কাহারোল থানার ওসি মনোজ কুমার রায় জানান, স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে রসুলপুর ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন শাহিন। ক্ষেরপুকুর এলাকায় পৌঁছালে একটি ট্রাক্টর তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আখি নিহত হন।
ওসি আরো জানান, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এমআর
English HighlightsREAD MORE »