Alexa স্বামীর রিকশায় ঢাকায় ঘুরছেন শ্রাবন্তী!

ঢাকা, সোমবার   ১৬ ডিসেম্বর ২০১৯,   পৌষ ১ ১৪২৬,   ১৮ রবিউস সানি ১৪৪১

স্বামীর রিকশায় ঢাকায় ঘুরছেন শ্রাবন্তী!

বিনোদন প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৮:২৩ ২৪ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ১৮:২৩ ২৪ সেপ্টেম্বর ২০১৯

রিকশা চালাচ্ছেন রোশান সিং, যাত্রী শ্রাবন্তী

রিকশা চালাচ্ছেন রোশান সিং, যাত্রী শ্রাবন্তী

টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি বর্তমানে শামীম আহমেদ রনির ‘বিক্ষোভ’ ছবিতে অভিনয় করছেন। এ ছবির শুটিংয়ে কয়েকদিন আগে ঢাকায় এসেছে শ্রাবন্তী। তবে একা আসেননি। সঙ্গে এসেছেন তার নতুন স্বামী রোশন সিং।  

কলকাতায় প্রথম লটের শুটিং শেষে উত্তরার পর এবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)তে শুটিং চলছে বিক্ষোভের। শুটিংয়ের জন্য এফডিসির মান্না ডিজিটাল কমপ্লেক্সের সামনের খোলা জায়গায় তৈরি করা হয়েছে বিশাল সেট।

সেটে এক যুবককে দেখা গেলো রিকশা চালাতে। তিনিই শ্রাবন্তীর নতুন স্বামী রোশান সিং। স্বামীর রিকশা চালানো দেখে দৌড়ে এসে সেই রিকশায় উঠে পড়েন শ্রাবন্তীও। 

‘বিক্ষোভ’ সিনেমায় একজন শিক্ষিকার চরিত্রে অভিনয় করছেন শ্রাবন্তী। এতে নায়িকা হিসেবে অভিনয় করছেন কলকাতার মডেল-অভিনয়শিল্পী শুভশ্রী কর। ছবিটির নায়ক হিসাবে অভিনয় করছেন নবাগত শান্ত খান।

স্টোরি স্প্ল্যাশ মিডিয়া প্রযোজিত এ সিনেমার একটি আইটেম গানে পারফর্ম করেছেন সানি লিওন। এরই মধ্যে মুম্বাইয়ে সেট তৈরি করে গানটির শুটিংও শেষ করেছেন। নৃত্য পরিচালনা করেছেন ভারতের বব ও পাবন। গানটিতে কণ্ঠ দিয়েছেন কোনাল।

ডেইলি বাংলাদেশ/এনএ