Alexa স্বামীর পরকীয়ার তথ্য ফাঁস করলেন মিলা (ভিডিওসহ)

ঢাকা, শনিবার   ২০ জুলাই ২০১৯,   শ্রাবণ ৫ ১৪২৬,   ১৬ জ্বিলকদ ১৪৪০

স্বামীর পরকীয়ার তথ্য ফাঁস করলেন মিলা (ভিডিওসহ)

 প্রকাশিত: ১৬:২৫ ১৯ অক্টোবর ২০১৭  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কিছুদিন আগেই স্বামী পারভেজ সানজারির বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে বিচ্ছেদের ঘোষণা দেন সংগীত তারকা মিলা। এ ঘটনার আগে তিনি স্বামীর বিরুদ্ধে নারী নির্যাতন মামলাও করেন। সেই মামলায় পারভেজ সানজারি এখন জেলহাজতে রয়েছেন। তবে সেসবের রেশ কাটতে না কাটতে স্বামীর বিরুদ্ধে আনা পরকীয়া অভিযোগের ভিত্তিতে বেশকিছু প্রমাণ নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন মিলা। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে চারটার দিকে তিনি পারভেজ সানজারির সঙ্গে অন্য নারীদের আলাপচারিতার মোট ৮৬টি স্ত্রিনশট একটি ভিডিও আকারে প্রকাশ করেন তিনি। ফেসবুকে প্রকাশ হওয়া ওই ভিডিওটি নিয়ে এরই মধ্যে চলছে নানান আলোচনাও।

স্বামীর পরকীয়া প্রসঙ্গে স্ক্রিনশটের ভিডিও প্রকাশের পাশাপাশি মিলা ওই পোস্টে আরো লিখেছেন, কেন আমি এসব ১০ বছরেও তার এই বিষয়টা জানতে পারলাম না? ভালো, স্বামীর অনেক বিষয় আছে যা স্ত্রী একদিনে বুঝে ফেলতে পারে। কিন্তু একজন প্রেমিকা সেটা ১০০ বছরেও বুঝতে পারে না। আমার স্বামী যখন দেশের বাইরে যায়, আমি আমার মেইল চেক করার জন্য তার কম্পিউটার চালু করি। আমি দেখতে পাই আমার স্বামীর ফেসবুক লগ ইন করা। যেটার এক্সেস ও (সানজারি) আমাকে কোনদিন দেয় নাই। এবং এমনকি আমি তার ফ্রেন্ড লিস্টেও ছিলাম না। কারণ সে প্রাইভেসি মেইন্টেইন করতে চাইতো। যখন আমি তার সম্পর্কে ভয়ংকর সব তথ্য পাই, হ্যাঁ এই ১৩ দিনে আমি তার সম্পর্কে যা জানতে পারলাম, সেটা ১০ বছরেও জানতে পারিনি। আশা করি আপনারা এখন সব বুঝতে পেরেছেন!`

ডেইলি বাংলাদেশ/এসআই