Alexa স্বামীকে খুশির খবর দিলেন আনুশকা, জানেন কী?

ঢাকা, সোমবার   ২৪ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ১১ ১৪২৬,   ২৯ জমাদিউস সানি ১৪৪১

Akash

স্বামীকে খুশির খবর দিলেন আনুশকা, জানেন কী?

 প্রকাশিত: ১০:১২ ৯ নভেম্বর ২০১৮   আপডেট: ১০:১৬ ৯ নভেম্বর ২০১৮

আনুশকা শর্মা এবং বিরাট কোহলি

আনুশকা শর্মা এবং বিরাট কোহলি

বিরাট কোহলি এবং আনুশকা শর্মা। কয়েকদিনে আগেই এই তারকা দম্পত্তি নিজেদের প্রথম করয়া চৌথ উদযাপন করেছেন। আর এরপরেই বিরাটকে খুশির খবর দিলেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, আনুশকা নাকি মা হতে চলেছেন। খবরে এও বলা হয়, সন্তানসম্ভবা হওয়ার কারণেই আনুশকা নতুন কোনো ছবিতে সই করছেন না। 

যদিও বিরুষ্কাদের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কিছু জানানো হয় নি। 

তবে কদিন আগে আনুশকাদের পারিবারিক গুরুর সঙ্গে দেখা করে এসেছেন এই দম্পতি। তখনই আলোচনা শুরু হয়ে যায় নতুন কোনো সুখবর আসতে যাচ্ছে কি তাদের পরিবারে?

এর আগে, নিজের অভিনীত ছবি ‘সুই ধাগা’র প্রচারের একটি অনুষ্ঠানে হাজির হন অভিনেত্রী। এ সময় তিনি চেয়ার থেকে ওঠার সময় বেশ সাবধানতা অবলম্বন করছিলেন। এছাড়াও তার পরনে ছিল ঢিলেঢালা পোশাক। 

গত বছর ডিসেম্বরে সাত পাঁকে বাঁধা পড়েন কোহলি-আনুশকা। ২০১৩ সালে একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করার সময় পরিচয় থেকে বন্ধুত্ব, অতঃপর প্রেম হয় তাদের। 

ডেইলি বাংলাদেশ/টিএএস