স্বস্তি ফিরেছে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে
টাঙ্গাইল প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৮:১৯ ২৮ জানুয়ারি ২০২০

ছবি: ডেইলি বাংলাদেশ
যানজট কিংবা কুয়াশা, কিছুই নেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে। সেতু কর্তৃপক্ষ ও হাইওয়ে পুলিশের চেষ্টায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।
দুপুর থেকে এ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। এতে স্বস্তি ফিরেছে যানবাহনের চালক ও যাত্রীদের মাঝে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি কাজী আইয়ুবুর রহমান জানান, ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে ভোর ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুর টোলপ্লাজা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে মহাসড়কের এলেঙ্গা ও সেতু পশ্চিম পাড় থেকে কড্ডার মোড় পর্যন্ত ২৫ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। টোলপ্লাজা খুলে দেয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এআর
English HighlightsREAD MORE »