Alexa স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও সরকারি অনুদান, পেলেন ছয় নির্মাতা

ঢাকা, শনিবার   ২৪ আগস্ট ২০১৯,   ভাদ্র ১০ ১৪২৬,   ২৩ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও সরকারি অনুদান, পেলেন ছয় নির্মাতা

 প্রকাশিত: ১৪:০৬ ৮ জুন ২০১৮  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

চলচ্চিত্র খাতে সরকারের ২ কোটি ৮০ লাখ টাকা অনুদান ঘোষণার পর (২০১৭-১৮) অর্থ বছরে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য আরো ছয় জন নির্মাতাকে দেয়া হচ্ছে সরকারি অনুদান। গত ৬ জুন তথ্যমন্ত্রণালয়ের ওয়েব সাইটে এক প্রজ্ঞাপনের মাধ্যমে অনুদানপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।

সেখান থেকে জানা যায়, এবার শিশুতোষ ছবি ‘আড়ং’-এর জন্য জান্নাতুল ফেরদৌস, প্রামাণ্যচিত্র ‘দ্য লক্ষণ দাস সার্কাস’-এর জন্য ঝুমুর আসমা জুঁই, ‘ঘরগেরস্থি’ নির্মাণের জন্য মো. মাসুদুর রহমান (রাহিম), ‘ধড়’-এর জন্য আকা রেজা গালিব, ‘ঘরে ফেরা’র জন্য এস এম কামরুল আহসান এবং ‘ওমর ফারুকের মা’ ছবির এম এম জাহিদুর রহমান পাচ্ছেন সরকারি এই অনুদান।

এই ছয় জন নির্মাতার প্রত্যেকে স্বল্পদৈর্ঘ্য ছবি নির্মাণের জন্য পাবেন ১০ লাখ টাকা করে। প্রতিটি সিনেমার দৈর্ঘ্য হতে হবে ৩৫ থেকে ৫৫ মিনিটের।

ডেইলি বাংলাদেশ/জেডআই

Best Electronics
Best Electronics