Alexa স্বর্ণের ব্যাগ পেয়েও ফিরিয়ে দিলেন লতিফা

ঢাকা, শনিবার   ১৪ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৩০ ১৪২৬,   ১৭ রবিউস সানি ১৪৪১

স্বর্ণের ব্যাগ পেয়েও ফিরিয়ে দিলেন লতিফা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৭:০০ ২ ডিসেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জে স্বর্ণভর্তি একটি ব্যাগ কুড়িয়ে পেয়েও ফিরিয়ে দিয়েছেন লতিফা বেগম নামের এক নারী। এমন কাজে প্রশংসায় ভাসছেন তিনি।

লতিফা বেগম চাঁপাইনবাবগঞ্জ সদরের বালুগ্রামের বাসিন্দা।

সোমবার দুপুরে এসপি’র কার্যালয়ে প্রকৃত মালিকের হাতে ব্যাগটি তুলে দেয়া হয়। এ বিষয়ে জেলা পুলিশের ফেসবুক পেজে একটি পোস্ট দেয়া হয়েছে।

পোস্টে জানানো হয়, ১৩ নভেম্বর শিবগঞ্জ উপজেলার আখিরা গ্রামের আবদুল মোতালেব পরিবার নিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর যাচ্ছিলেন। ওই সময় তাদের সঙ্গে থাকা একটি ভ্যানিটি ব্যাগ পড়ে যায়। পরে তারা সদর থানায় জিডি করেন।

চাঁপাইনবাবগঞ্জের এসপি টিএম মোজাহিদুল ইসলাম জানান, ব্যাগটি কুড়িয়ে পান বালুগ্রামের লতিফা বেগম। ব্যাগে তিনটি স্বর্ণের চেইন, রূপার নূপুর, টাকা ও দুটি মোবাইল ছিলো। কিন্তু মোবাইল দুটির লক খুলতে না পারায় কারো সঙ্গে যোগাযোগ করতে পারেননি। বিষয়টি তিনি পুলিশকে জানান। পরে পুলিশের মধ্যস্থতায় প্রকৃত মালিকের সন্ধান মেলে। সোমবার ব্যাগটি মালিকের হাতে তুলে দেয়া হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এআর