Alexa স্বপ্নে নারীকে দেখলে কী কী হতে পারে, জানেন কি?

ঢাকা, বুধবার   ১৭ জুলাই ২০১৯,   শ্রাবণ ৩ ১৪২৬,   ১৪ জ্বিলকদ ১৪৪০

স্বপ্নে নারীকে দেখলে কী কী হতে পারে, জানেন কি?

লাইফস্টাইল ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৭:২৩ ১১ জুলাই ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

মানুষ ঘুমানোর পর স্বপ্ন দেখে। আর এইটাই স্বাভাবিক। স্বপ্ন কখনো মধুর, কখনো ভয়ঙ্কর হয়। কোন স্বপ্নের কি মানে তা ব্যাখ্যা করা সবার পক্ষে সম্ভব হয় না। চলুন জেনে নেয়া যাক স্বপ্নে কোন নারীকে কিভাবে দেখলে ভাগ্যে কি থাকে-

১. কয়েকজন নারীকে দাবা, পাশা বা লুডু খেলতে দেখলে কিছু দিনের মধ্যে ধনী হয়ে যেতে পারেন। উপার্জনের মাধ্যমে প্রচুর অর্থ আয় হতে পারে।

২. কোন নারীকে সাদা পোশাক পরা অবস্থায় দেখলে পেশাগত জীবনে উঁচু অবস্থায় উপনীত হবেন। সেটা চাকরি বা ব্যবসা, যা-ই হোক না কেন।

৩. কোন নারীকে অলংকার উপহার দিলে বা কোন নারী আপনার দেয়া অলংকার নাড়াচাড়া করলে খুব শিগগিরই কোন দাম্পত্য সমস্যার জন্য ঝামেলায় পড়তে পারেন।

৪. কোন নারীকে হাত নেড়ে বিদায় জানালে বা সেই নারীও আপনাকে বিদায় জানালে অচিরেই আপনি অসুস্থ হতে পারেন।

৫. বিয়ের কনেকে কাঁদতে দেখলে অচিরেই আপনার সঙ্গে শ্বশুর বাড়ির সম্পর্কের লোকদের কোন বিবাদ হতে পারে।

৬. নিজের স্ত্রী ছাড়া অন্য নারী আপনাকে আকর্ষণ করলে বা হাসতে হাসতে এগিয়ে আসলে কিছু দিনের মধ্যে বিপদ হতে পারে। যেমন- আপনার কঠোর পরিশ্রমে অর্জিত কোনো সম্মান বা পৈত্রিক সম্পত্তি হাতছাড়া হতে পারে।

৭. কোন নারীকে বিবস্ত্র অবস্থায় দেখলে অচিরেই আপনার জীবনে দুর্ভাগ্য নেমে আসতে পারে।

৮. কোন নারীকে স্টেজে বা স্টুডিওতে নাচতে দেখলে অদূর ভবিষ্যতে স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হতে পারে।

৯. স্ত্রীকে নিয়ে কোথাও বেড়াতে যাওয়া দেখলে দাম্পত্য সম্পর্ক দিন দিন গভীর ও মধুর হতে পারে। এছাড়া সন্তান জন্ম দিতে পারেন।

১০. গভীর ঘুমে কোন পরী দেখলে অদূর ভবিষ্যতে দাম্পত্য জীবনে সুখ-সমৃদ্ধি উত্তরোত্তর বৃদ্ধি পেতে পারে।

ডেইলি বাংলাদেশ/এএ

শিরোনাম

শিরোনামরাজশাহীতে পাসের হার ৭৬.৩৮% জিপিএ ৫ পেয়েছেন ছয় হাজার ৪২৯ শিরোনামবন্যা মোকাবিলায় সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান শিরোনামদিনাজপুরে পাসের হার ৬৭.০৫% জিপিএ ৫ পেয়েছেন চার হাজার ৪৯ শিরোনামসিলেটে পাসের হার ৬৭.০৫% জিপিএ ৫ পেয়েছেন এক হাজার ৯৪ শিরোনামএইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৭৩ দশমিক ৯৩ শতাংশ এবং জিপিএ ৫ পেয়েছে ৪৭ হাজার ২৮৬ জন শিরোনামপ্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলের অনুলিপি হস্তান্তর করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি শিরোনামসেনাবাহিনী-বিজিবির চেষ্টায় বান্দরবানের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক শিরোনামবিজিবি`র সঙ্গে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত শিরোনামহজে যেয়ে এখন পর্যন্ত ৬ বাংলাদেশির মৃত্যু শিরোনাম‘বেনাপোল এক্সপ্রেস’র উদ্বোধন আজ