Alexa স্বদেশীর হাতেই কোচের দায়ীত্ব দিল ইংলিশরা 

ঢাকা, বৃহস্পতিবার   ১৭ অক্টোবর ২০১৯,   কার্তিক ২ ১৪২৬,   ১৭ সফর ১৪৪১

Akash

স্বদেশীর হাতেই কোচের দায়ীত্ব দিল ইংলিশরা 

স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৬:৪৫ ৭ অক্টোবর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

অবশেষে কাঙ্ক্ষিত কোচের খোঁজ পেয়েছে ইংলিশরা। ইংল্যান্ডের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন স্বদেশী ক্রিস সিলভারউড। 

বিশ্বকাপ ও অ্যাশেজ শেষে ইংল্যান্ড ক্রিকেট দলের কোচের দায়িত্ব ছেড়ে দেন ট্রেভর বেলিস। তখন থেকেই মূলত মানসম্পন কোচের খোঁজে ছিল ইসিবি। 

ইংল্যান্ড ক্রিকেট দলের হয়ে সব ফরম্যাটেই কোচের দায়িত্ব পালন করবেন তিনি। এর আগে দলটির পেস বোলিং কোচের দায়িত্বে ছিলেন সিলভারউড। ২০১৭-১৮ মৌসুমের অ্যাশেজের আগে তাকে পেস বোলিং কোচের দায়িত্ব দেওয়া হয়। সাফল্যের সাথে সেই দায়িত্ব পালন করায় এবার পুরো দলের ভারই তুলে দেওয়া হয়েছে তার হাতে। 

ইংল্যান্ডের প্রধান কোচ হওয়ার দৌড়ে তিনি ছাড়াও ছিলেন অ্যালেক্স স্টুয়ার্ট, গ্যারি কারস্টেন ও গ্রাহাম ফোর্ড। 

কোচ হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন ভারত ও দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ গ্যারি কারস্টেন। তবে ট্রেভর বেলিসের স্থলাভিষিক্ত করতে শেষপর্যন্ত সিলভারউডকেই বেছে নিয়েছে ইসিবি। 

এর মূল কারণ দেখানো হয়েছে সাক্ষাৎকারে তার বিচক্ষণতা। কোচদের সাক্ষাৎকারে সিলভারউড যে পরিকল্পনার কথা জানিয়েছেন, তা মনে ধরেছে ‘কোচ নির্বাচক’ প্যানেলের। একারণে কারস্টেনকে পেছনে ফেলে সিলভারউডই ইংল্যান্ড জাতীয় দলের নতুন কোচের দায়িত্ব পেলেন।

কোচ নির্বাচনের প্যানেলে ছিলেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পুরুষ ক্রিকেটের পরিচালক অ্যাশলে গিলস, প্রধান নির্বাহী টম হ্যারিসন ও কোচ ডেভেলপমেন্ট বিভাগের প্রধান জন নীল। 

এর আগে কাউন্টি দল এসেক্সের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন সিলভারউড। 

ডেইলি বাংলাদেশ/এএল/সালি