Alexa স্বজনদের দিয়ে আবদুল্লাহকে আত্মসমর্পণ করানোর চেষ্টা চলছে

ঢাকা, সোমবার   ১৯ আগস্ট ২০১৯,   ভাদ্র ৫ ১৪২৬,   ১৮ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

স্বজনদের দিয়ে আবদুল্লাহকে আত্মসমর্পণ করানোর চেষ্টা চলছে

 প্রকাশিত: ১৬:০২ ৫ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ১৯:৪০ ৫ সেপ্টেম্বর ২০১৭

মিরপুরের দারুস সালাম থানার ভাঙা দেয়াল এলাকায় জঙ্গি আস্তানায় থাকা সন্দেহভাজন জঙ্গি আবদুল্লাহকে তার স্বজনদের মাধ্যমে আত্মসমর্পণ করানোর চেষ্টা চলছে। র‍্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, ‘আত্মীয়-স্বজন দিয়ে তাকে আত্মসমর্পণ করানোর চেষ্টা করানো হচ্ছে। তার সঙ্গে কথা চলছে। সে সময় নিচ্ছে। আশা করছি সে আত্মসমর্পণ করবে।’

র‍্যাবের মুখপাত্র আরও বলেন, ‘আব্দুল্লাহর বোন ফ্ল্যাট থেকে বের হয়ে এসেছে। সে আমাদের কাছেই আছে। আমরা আব্দুল্লাহকে আত্মসমর্পণ করানোর জন্য চেষ্টা করছি। বোন ঈদের আগে এই বাসায় বেড়াতে এসেছিল।’ সে প্রতিবন্ধী বলে জানিয়েছেন র‍্যাব।

ঘটনাস্থল পরিদর্শনের সময় র‍্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ বলেন, ‘টাঙ্গাইলে জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে একটি বেসরকারি বিশ্বিবদ্যালয়ের এক ছাত্রসহ দুজনকে গ্রেফতার করা হয় সোমবার রাতে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এখানে (দারুস সালাম) অভিযান চালানো হয়। বাসাটির পঞ্চম তলায় সন্দেহভাজন ব্যক্তি তার দুইসহযোগীসহ অবস্থান করছে। এরপর র‍্যাব অভিযান শুরু করে। বাড়িটির ২৪ ফ্ল্যাটের মধ্যে ২৩টি থেকে থেকে নারী শিশুসহ ৬৫ জনকে উদ্ধার করা হয়েছে। এরমধ্যে পুরুষ ২৬, নারী ২৪ ও ১৫টি শিশু রয়েছে।’

ডেইলি বাংলাদেশ/আর কে

Best Electronics
Best Electronics