Alexa স্পেশাল অলিম্পিকসের ৫০তম বার্ষিকী উদযাপন

ঢাকা, রোববার   ২৬ জানুয়ারি ২০২০,   মাঘ ১২ ১৪২৬,   ৩০ জমাদিউল আউয়াল ১৪৪১

Akash

স্পেশাল অলিম্পিকসের ৫০তম বার্ষিকী উদযাপন

 প্রকাশিত: ১৫:৪৮ ২০ জুলাই ২০১৮   আপডেট: ১৫:৪৮ ২০ জুলাই ২০১৮

স্পেশাল অলিম্পিকের ৫০ তম বার্ষিকী উদযাপন

স্পেশাল অলিম্পিকের ৫০ তম বার্ষিকী উদযাপন

স্পেশাল অলিম্পিকের ৫০ তম বার্ষিকী উদযাপন করেছে স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ। 

শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন এবং পরে এক বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে উদযাপন করা হয় অলিম্পিকের ৫০তম বর্ষপূর্তি। 

সংবাদ সম্মেলনে স্পেশাল অলিম্পিকসের চেয়ারম্যান ড. শামীম মতিন চৌধুরী বলেন, আমাদের বিশেষ ক্রীড়াবিদরা অন্য যেকোনো খেলাধুলা থেকে দেশের জন্য অনেক বেশি পদক এবং সম্মান অর্জন করেছে। আমাদের যত্ন, সহযোগিতা এবং ভালোবাসায় বুদ্ধিপ্রতিবন্ধী মানুষগুলোকে সঠিক ভাবে যত্ন করলে তারাও মূল সমাজের একটি অংশ হয়ে উঠবে। তারা সমাজে সুষ্ঠু ভাবে অবদান রাখতে সক্ষম হবে। 

তিনি আরো বলেন, বিশেষ অলিম্পিকসের লক্ষ্য হচ্ছে বছর জুড়ে প্রতিযোগিতামূলক শারীরিক কার্যকলাপ প্রদান করা, শারীরিক সুস্থতা বিকাশের জন্য, সাহসিকতা প্রদর্শন করা, আনন্দের অভিজ্ঞতা অর্জনের জন্য এবং বুদ্ধিভিত্তিক প্রতিবন্ধি ব্যক্তিদের মধ্যে উপহার, দক্ষতা এবং বন্ধুত্বের ভাগাভাগিতে অংশগ্রহণ করা। বর্তমান বিশ্বের ১৭০টি দেশ এই সামাজিক ও মানবিক বিপ্লবের সদস্য। 

সংবাদ সম্মেলন শেষে এক বর্ণাঢ্য র‌্যালি প্রেসক্লাব থেকে শুরু হয়ে সুপ্রিমকোর্ট মৎস ভবন হয়ে আবার প্রেস ক্লাবে এসে শেষ হয়।

ডেইলি বাংলাদেশ/এএএম/এমআরকে