Alexa স্থায়ী ক‌মি‌টির পর ২০ দল‌ীয় জো‌ট বৈঠকে

ঢাকা, বুধবার   ২১ আগস্ট ২০১৯,   ভাদ্র ৭ ১৪২৬,   ২০ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

স্থায়ী ক‌মি‌টির পর ২০ দল‌ীয় জো‌ট বৈঠকে

 প্রকাশিত: ১৯:২৭ ১০ নভেম্বর ২০১৮   আপডেট: ১৯:৩৭ ১০ নভেম্বর ২০১৮

ফাইল ফটো

ফাইল ফটো

জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে কি না, সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে ২০ দলীয় জোটের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি। এর আগে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে ২০ দলীয় জোটের নেতাদের মধ্যে উপস্থিত রয়েছেন জামায়াতের আব্দুল হালিম, এলডিপির কর্নেল অলি আহমেদ, বি‌জে‌পির আন্দালিব রহমান পার্থ, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, জাগপার তাসমিয়া প্রধান, খেলাফত মজলিসের মাওলানা ইসহাক, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, সাম্যবাদী দলের কমরেড সাঈদ আহমেদ, ডিএলের সাইফুদ্দিন আহমেদ মনি,  জমিয়তে উলামায়ে ইসলামের নূর হোসেন কাসেমী, ইসলামী ঐক্যজোটের মাওলানা আব্দুর রকিব প্রমুখ।

এর আগে নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বেলা পাঁচটার দিকে বৈঠকে বসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।

স্থায়ী কমিটির বৈঠক শেষে জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসলো বিএনপি। এরপর রাতে জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা বৈঠকে বসবেন, যেখানে সিদ্ধান্ত হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এবং ঐক্যফ্রন্ট অংশ নেবে কি না।

ডেইলি বাংলাদেশ/এএএম/জেডআর

 

Best Electronics
Best Electronics