Alexa ‘বিগ বস’-এর উষ্ণতা বাড়ালেন নেহা!

ঢাকা, রোববার   ১৮ আগস্ট ২০১৯,   ভাদ্র ৩ ১৪২৬,   ১৬ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

‘বিগ বস’-এর উষ্ণতা বাড়ালেন নেহা!

 প্রকাশিত: ১৩:১৯ ৮ অক্টোবর ২০১৮   আপডেট: ১৩:৪৮ ৮ অক্টোবর ২০১৮

নেহা পান্ডসে

নেহা পান্ডসে

‘বিগ বস’-এর দ্বাদশ মরসুম জমে গিয়েছে। জসলিন-অনুপের অসমবয়সী প্রেম হোক বা শ্রীসন্থের মতো বিতর্কিত চরিত্রের উপস্থিতি নানা কারণেই দর্শককে এবারো দারুণভাবে টানছে এই জনপ্রিয় রিয়েলিটি শো। 

আর এবার শো জমিয়ে ফেলেছেন নেহা পান্ডসে। তার পোল ডান্স চমকে দিয়েছে সকলকে। 

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, পোল ডান্স নেহার কাছে নতুন কোনো বিষয় নয়। এর আগেও তিনি নিজের পোল ডান্সের কুশলী প্রদর্শন করে জয় করে নিছেন নেটিজেনদের মন। এবার আবারো বিগ বসের ঘরে তাকে পোল ডান্স করতে দেখা গেল। 

ভারতী সিংহের প্রস্তাবিত ‘বিগ বস গট ট্যালেন্ট’ নামের এক প্রতিযোগিতায় অংশ নেন প্রতিযোগীরা। সকলকেই নিজেদের বিশেষ প্রতিভা দেখাতে বলা হয়েছিল। সেখানেই দেখা যায় নেহার এই নাচ।

নেহার নাচের আগে অনুপ জালোটা ও দীপক ঠাকুর গান গেয়ে আসর জমান। নেহা বিগ বসের ঘরের উষ্ণতাই বাড়িয়ে দেন শরীরী হিল্লোলে। 

নেহার পরেই ডাক পড়ে জসলিন। কিন্তু জসলিন মোটেই পোল ডান্স করেননি। তিনি অনুপকেই ঘিরে নাচতে থাকেন।

প্রসঙ্গত, নেহা সানি দেওলের বিপরীতে ‘পেয়ার কোই খেয়াল নেহি’ ছবিতে অভিনয়ের মধ্যে দিয়েই বলিউডে পা রাখেন। পরে আরো বহু ছবিতে তিনি অভিনয় করেছেন।

নেহা পান্ডসের পোল ডান্সের নাচের ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন। 

ডেইলি বাংলাদেশ/টিএএস

Best Electronics
Best Electronics