স্ত্রীকে দাফনের পর বাসায় ফিরেই স্বামীর মৃত্যু
প্রকাশিত: ১৪:৪৮ ১৯ মে ২০২০ আপডেট: ১৬:১৫ ১৯ মে ২০২০

মজিবুর রহমান পাটোয়ারী ও তার স্ত্রী রাবেয়া বেগম।
চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে মৃত স্ত্রীকে দাফনের দেড় ঘণ্টা পর স্বামীও মারা গেছেন। সোমবার শহরের চিত্রলেখা এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- ওই এলাকার রাবেয়া বেগম ও তার স্বামী অবসপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মজিবুর রহমান পাটোয়ারী।
তাদের ছেলে আনোয়ার হাবিব কাজল বলেন, আমার মা সোমবার সন্ধ্যায় চাঁদপুর শহরের বাসায় মারা যান। রাত সাড়ে ৩টায় আশিকাটি ইউপির হোসেনপুরে নিজ গ্রামে তাকে দাফন করে শহরের বাসায় আসি। এর দেড় ঘণ্টা পর মঙ্গলবার ভোর ৫টায় আমার বাবাও মারা যান।
জানা গেছে, মজিবুর রহমানের ছেলে ও নাতি ছয়দিন আগে করোনায় আক্রান্ত হন। সেই থেকে তারা বাসায় নিয়েই চিকিৎসা নিচ্ছেন।
সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজেদা পলিন জানান, মৃতদের ছেলে ও নাতির করোনা পজিটিভ আসে ১৩ এপ্রিল। পরিবারের বাকি সদস্যদেরও কিছু উপসর্গ ছিল। এ কারণে রোববার তাদেরও নমুনা সংগ্রহ করা হয়। রিপোর্ট আসার আগেই তারা মারা যান।
তিনি আরো জানান, করোনার উপসর্গ নিয়ে মৃত রাবেয়া বেগমকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দাফন করা হয়েছে। তার স্বামীকেও একইভাবে দাফনের প্রস্তুতি চলছে।
ডেইলি বাংলাদেশ/এআর