Alexa স্কুলে যাওয়ার পথে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

ঢাকা, বুধবার   ১১ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২৭ ১৪২৬,   ১৪ রবিউস সানি ১৪৪১

স্কুলে যাওয়ার পথে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

ময়মনসিংহ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৭:৫৮ ১৫ অক্টোবর ২০১৯   আপডেট: ১৮:২০ ১৫ অক্টোবর ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পরীক্ষা দিতে স্কুলে যাওয়ার পথে জাহিদুল ইসলাম নামে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে আহত করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার উপজেলার ঈশ্বরগঞ্জ আইডিয়াল কলেজের সামনে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীর বাড়ি ঈশ্বরগঞ্জ পৌর শহরের দত্তপাড়া মহল্লায়। সে ওই মহল্লার রফিক মিয়ার ছেলে।

জাহিদুল ইসলামের স্থানীয় প্রতিশ্রুতি মডেল হাইস্কুল থেকে আগামী বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা রয়েছে। গত সোমবার থেকে স্কুলে শুরু হওয়া নির্বাচনী পরীক্ষায় অংশ নিচ্ছে জাহিদুল। মঙ্গলবার ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা দিতে স্কুলে যাওয়ার পথে ঈশ্বরগঞ্জ আইডিয়াল কলেজের সামনে থেকে জাহিদুলকে ধাওয়া করে একদল মুখোশধারী দুর্বৃত্ত।

পরে তার গলায় ছুরিকাঘাত করে রক্তাক্ত করে। এরপর স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঈশ্বরগঞ্জ থানার ওসি আহম্মেদ কবীর হোসেন জানান, বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি বাংলাদেশ/আরএম