Alexa স্কুলে যাওয়ার পথে অটো কেড়ে নিল শিশুর প্রাণ

ঢাকা, শনিবার   ০৭ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২২ ১৪২৬,   ০৯ রবিউস সানি ১৪৪১

স্কুলে যাওয়ার পথে অটো কেড়ে নিল শিশুর প্রাণ

পিরোজপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৫:৪৬ ১৬ সেপ্টেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় স্কুলে যাবার পথে অটোরিকশার চাপায় প্রথম শ্রেণির ছাত্র নিহত হয়েছে। সোমবার সকালে উপজেলা শহরের কলেজ মোড় এলাকার ভাণ্ডারিয়া-বরিশাল সড়কে এ ঘটনা ঘটে। 

নিহত রেশাদ ইসলাম ভাণ্ডারিয়া পৌর শহরের ২ নম্বর ওয়ার্ড এলাকার রফিকুল ইসলাম ফরাজির ছেলে এবং জামিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

জামিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়শা ছিদ্দিকা বলেন, বাড়ি থেকে স্কুলে আসার পথে যাত্রীবাহী একটি অটোরিকশার চাপায় ঘটনাস্থলেই রোশাদ নিহত হয়।

ভাণ্ডারিয়া থানার ওসি মো. মাকসুদুর রহমান জানান, অটোরিকশাটি আটক করা হয়েছে তবে চালক পালিয়ে গেছে।

ডেইলি বাংলাদেশ/আরএম