Alexa স্কুলে জড়িয়ে ধরায় বহিষ্কার ২

ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২০,   মাঘ ১০ ১৪২৬,   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪১

Akash

স্কুলে জড়িয়ে ধরায় বহিষ্কার ২

 প্রকাশিত: ১৪:৩৮ ২২ ডিসেম্বর ২০১৭   আপডেট: ১৪:৪২ ২২ ডিসেম্বর ২০১৭

ফাইল ছবি

ফাইল ছবি

ভারতে এবার এক ছাত্র আরেক ছাত্রীকে জড়িয়ে ধরার ঘটনায় উভয়কেই বহিষ্কার করলো বিদ্যালয় কর্তৃপক্ষ। খবর বিবিসির।

দক্ষিণ কেরালার সেন্ট থমাস সেন্ট্রাল স্কুলে এই ঘটনা ঘটেছে।

বিদ্যালয় কর্তৃপক্ষের বরাতে বিবিসি জানিয়েছে,বিদ্যালয়ের একটি প্রতিযোগিতায় মঞ্চে গান গাচ্ছিল ছাত্রী। গান শেষে তাকে অভিনন্দন জানাতে এগিয়ে আসে ছেলেটি এবং পরস্পরকে জড়িয়ে ধরে যা বিদ্যালয় কর্তৃপক্ষের আচরণে অসঙ্গতি বলে মনে হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই ছাত্রী বলে, তাদের মধ্যে এই আলিঙ্গন এক কি দুই সেকেন্ডের জন্য স্থায়ী ছিল। সে আরো বলে, সেখানে অনেক ছাত্র এবং শিক্ষক উপস্থিত ছিল এবং আমি এতে ভুলের কিছু দেখছি না।

গত ২২ জুলাই এই দুই শিক্ষার্থীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় এবং চার মাস পর ২২ নভেম্বর ছাত্রটিকে বহিষ্কার করে বিদ্যালয় কর্তৃপক্ষ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেবাস্টিয়ান টি জোসেফ জানান, আমরা ওই ছাত্রটিকে ক্ষমা চেতে বলেছিলাম কিন্তু পরে সে ক্ষমা চায়নি।

তিনি আরো বলেন,আমরা তাদের ব্যক্তিগত ব্লগ এবং সামাজিক মাধ্যমে তাদের কথোপকথন এবং কিছু ছবি দেখেছিলাম যা অশ্লীল এবং আপত্তিকর ছিল। 

ছেলেটির বাবা-মা কেরালার শিশু অধিকার কমিশনের কাছে আবেদন করেছিলেন যা স্কুলটিকে স্থগিতাদেশ প্রত্যাহারের আদেশ দেয়। কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ হাইকোর্টের কাছে স্থগিতাদেশের বিরুদ্ধে আবেদন করে।

এদিকে বিদ্যালয় কর্তৃপক্ষের এরকম অদ্ভুত এবং কঠোর সিদ্ধান্তের জন্য  অনেক  অভিভাবকের সমালোচনার সম্মুখীন হতে হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এডি