Alexa সৌদি বাদশাহ ও ক্রাউন প্রিন্সের সঙ্গে এরশাদের বৈঠক ও নৈশভোজ

ঢাকা, সোমবার   ২০ জানুয়ারি ২০২০,   মাঘ ৬ ১৪২৬,   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪১

Akash

সৌদি বাদশাহ ও ক্রাউন প্রিন্সের সঙ্গে এরশাদের বৈঠক ও নৈশভোজ

 প্রকাশিত: ১৭:৪৯ ৪ সেপ্টেম্বর ২০১৭  

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সৌদি বাদশাহর আমন্ত্রণে হজ পালন শেষে গত শনিবার বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন।

সোমবার জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মিনা প্যালেসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য রতনা আমিন হাওলাদার ও মেজর খালেদ আখতার উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সৌদি বাদশাহ সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সম্মানে এক নৈশভোজের আয়োজন করেন। মিনা প্যালেসে এই নৈশভোজ অনুষ্ঠিত হয়।

সৌদি বাদশাহ, ক্রাউন প্রিন্স, সাবেক রাষ্ট্রপতি এরশাদ, জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, রতনা আমিন হাওলাদার এবং মেজর খালেদ আখতার একই টেবিলে নৈশভোজে অংশগ্রহণ করেন।

বৈঠকে বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যে বিরাজমান ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক এবং দ্বি-পাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।

এ বি এম রুহুল আমিন হাওলাদার টেলিফোনযোগে এই বৈঠকের খবর পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতীকে অবহিত করেন।

ডেইলি বাংলাদেশ/আরএজে