Exim Bank
ঢাকা, মঙ্গলবার ১৯ জুন, ২০১৮
Advertisement

সৌদি ধর্মীয় পরিষদে নারী মুফতি নিয়োগের সুপারিশ

 আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১০:৪২, ১৩ জুন ২০১৮

আপডেট: ১৫:৫৯, ১৩ জুন ২০১৮

৩৫ বার পঠিত

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সৌদি আলেমরা দেশটির আলেম পরিষদে নারী মুফতি নিয়োগের সুপারিশ করেছেন।

তারা জানিয়েছেন, নারীদের কোনো ধর্মীয় দিক নির্দেশনা দেয়ার ক্ষেত্রে তারা সঠিক ভূমিকা রাখতে পারবেন। নারীদের ক্ষেত্রে ইসলামি আইন প্রয়োগের ক্ষেত্রে আইনগত দিক থেকে এ ধরনের মুফতি নারীরা দিক নির্দেশনা দিলে তা বিতর্কের সৃষ্টি করবে না।

এক টেলিভিশন অনুষ্ঠানে সৌদি ধর্মীয় নেতা শেখ আল-মুতলাখ বলেন, গ্রান্ড মুফতিকে বলেছি, আমাদের মেয়েদের মধ্যে যারা বিশ্ববিদ্যালয়য়ের শিক্ষায় শিক্ষিত তাদের মুফতি হিসেবে নিয়োগের ব্যবস্থা করতে। ইমাম মুহাম্মদ বিন সউদ ইসলামিক ইউনিভার্সিটি ও উমম আল-কুরা ইউনিভার্সিটিতে যে সব মেয়েরা মুফতির যোগ্যতা অর্জন করেছেন তাদেরও নিয়োগ দেয়ার কথা বলেন শেখ আল-মুতলাখ।

তিনি বলেন, নারীদের বিশেষ কিছু ব্যাপার থাকে যেগুলোতে নারীরাই ধর্মীয় দিক নিদের্শনা কার্যকরভাবে দিতে পারে। তাই ফতোয়া কমিটিকে শক্তিশালী করতেই নারীদের ওই কমিটিতে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। মেয়েলি বেশ কিছু বিষয়ে তারা সত্যিই ভালভাবে ধর্মীয় উপদেশ দিতে সক্ষম। নারীরা তাদের ধর্মীয় উপদেশ ব্যক্তিগত গোপনীয়তা বজায় রেখে সহজভাবে গ্রহণ করবে। আল-আরাবিয়া

ডেইলি বাংলাদেশ/এসআই

সর্বাধিক পঠিত