Alexa সৌদিতে সড়ক দুর্ঘটনা: নিহতদের স্বজনদের যোগাযোগের আহ্বান

ঢাকা, মঙ্গলবার   ১২ নভেম্বর ২০১৯,   কার্তিক ২৭ ১৪২৬,   ১৪ রবিউল আউয়াল ১৪৪১

Akash

সৌদিতে সড়ক দুর্ঘটনা: নিহতদের স্বজনদের যোগাযোগের আহ্বান

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০৮:১০ ২১ অক্টোবর ২০১৯   আপডেট: ০৮:১১ ২১ অক্টোবর ২০১৯

সৌদি আরবে ওমরাহযাত্রী বহনকারী বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট।

জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের এক ফেসবুক বার্তায় জানানো হয়, ১৬ অক্টোবর সন্ধ্যায় মদিনা থেকে মক্কা যাওয়ার পথে আল-আকহাল নামক স্থানে সংঘটিত সড়ক দুর্ঘটনায় একটি বাস পুড়ে ছাই হয়ে যায়। ওই দুর্ঘটনায় ৩৬ জন মৃত্যুবরণ করেন। তার মধ্যে কয়েকজন বাংলাদেশি রয়েছেন বলেও জানা গেছে।

রিয়াদ থেকে পাওয়া তালিকা অনুযায়ী ওই বাসে সম্ভাব্য ১২ বাংলাদেশি যাত্রী ছিলেন। তাদের মধ্যে মোক্তার, বেলাল, হুমায়ুন, নাছির, রুহুল আমিন, মনুমিয়া, হাকিম, সাকিব ও ফারুকের নাম জানা গেছে।

ওই দুর্ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন এমন প্রবাসীদের পরিবারের সদস্য/আত্মীয়/বন্ধু-বান্ধব/পরিচিত জনকে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল/বাংলাদেশ দূতাবাস, রিয়াদ-এ যোগাযোগ করার জন্য আহ্বান জানানো হয়েছে।

যোগাযোগ: মুহাম্মদ মুহসিন, অনুবাদক কাম আইন সহকারী, মোবাইল- ০৫৫৭৪৯৭৮৬২।

ডেইলি বাংলাদেশ/আরএ