Alexa সোশ্যাল পোস্টে বানান ভুল, ট্রোলড নায়িকা!

ঢাকা, সোমবার   ২২ জুলাই ২০১৯,   শ্রাবণ ৭ ১৪২৬,   ১৮ জ্বিলকদ ১৪৪০

সোশ্যাল পোস্টে বানান ভুল, ট্রোলড নায়িকা!

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৪:৩৮ ১২ জুলাই ২০১৯  

অনন্যা পান্ডে

অনন্যা পান্ডে

অনন্যা পান্ডে ইন্ডাস্ট্রিতে আসার পর থেকেই নানা কারণে ট্রোলিংয়ের শিকার। তবে প্রতিটি সমালোচনাকেই দারুণ ইতিবাচক রূপে সামাল দিচ্ছেন নায়িকা। সম্প্রতি ফের ট্রোলড হয়েছেন অনন্যা। আর তার কারণ বানান ভুল। 

অনন্যা তার বাকি দুই প্রিয় বান্ধবী অর্থাৎ সুহানা খান ও শানায়া কাপুরের সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন ট্যুইটারে। ক্যাপশনে লিখেছিলেন, চার্লি এনজেল। আর এখানেই বাধে বিপত্তি। কেননা নায়িকার ইংরেজিতে লেখা ‘চার্লি’ এর বানান ভুল ছিলো। 

বানান ভুল হওয়ার পর কয়েক সেকেন্ড সেই পোস্টটি সোশ্যাল ওয়ালে রেখেছিলেন নায়িকা। এর পরেই লেখায় বানান ভুল ধরতে পেরে পোস্ট তুলে নিয়ে ফের নতুন করে ছবি পোস্ট করে ক্যাপশন দেন তিনি। 

কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। বানান ভুলের জন্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোল হতে শুরু করেছেন অনন্যা। 

ডেইলি বাংলাদেশ/টিএএস