Alexa সোমালিয়ায় গাড়ি বোমা হামলায় নিহত বেড়ে ৩৫৮, নিখোঁজ ৫৬

ঢাকা, শুক্রবার   ১৯ জুলাই ২০১৯,   শ্রাবণ ৪ ১৪২৬,   ১৫ জ্বিলকদ ১৪৪০

সোমালিয়ায় গাড়ি বোমা হামলায় নিহত বেড়ে ৩৫৮, নিখোঁজ ৫৬

 প্রকাশিত: ০৯:০৪ ২১ অক্টোবর ২০১৭   আপডেট: ১০:০৬ ২১ অক্টোবর ২০১৭

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে ভয়াবহ গাড়ি বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫৮ জনে এসে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন দেশটির তথ্যমন্ত্রী আবদি রহমান ওসমান। এছাড়া, এখনও ৫৬ জন নিখোঁজ রয়েছেন বলেও জানা তিনি।

প্রসঙ্গত, গত ১৪ অক্টোবর শহরের দু’টি ব্যস্ততম এলাকায় দুই ঘন্টার ব্যবধানে বিস্ফোরণে পুরোপুরি বিধ্বস্ত হয় সরকারি অফিস, হোটেল, রেস্টুরেন্টসহ ব্যক্তিগত স্থাপনা।

এ ব্যাপারে তথ্যমন্ত্রী আরও জানান, বিস্ফোরণে ২২৮ জন আহত হন, যাদের মধ্যে ১২২ জনকে চিকিৎসার জন্য তুরস্ক, সুদান ও কেনিয়াতে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া সরকারি সূত্রে জানা যায়, নিহতদের মধ্যে ১৫০ জনকে অজ্ঞাত পরিচয়ে দাফন করা হয়। অতিরিক্ত অগ্নিদগ্ধের কারণে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

এদিকে এ হামলার জন্য আল-শাবাবকে দায়ী করে কপালে লাল ব্যান্ড পরে বিক্ষোভ প্রদর্শন করেছেন সোমালিয়ার নাগরিকরা। তবে এ হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে কথিত জঙ্গি গোষ্ঠীটি।

সূত্র: বিবিসি

ডেইলি বাংলাদেশ/ এআর