Alexa সোমবার মাঠে গড়াবে জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশীপ

ঢাকা, সোমবার   ২৪ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ১১ ১৪২৬,   ২৯ জমাদিউস সানি ১৪৪১

Akash

সোমবার মাঠে গড়াবে জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশীপ

ক্রীড়া প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৯:৫৮ ১৭ জানুয়ারি ২০২০  

ছবি: বাফুফে

ছবি: বাফুফে

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে দেশের ছয়টি ভেন্যুতে ৫২টি স্কুল নিয়ে সোমবার থেকে শুরু হচ্ছে জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশীপ। 

শুক্রবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। স্কুল ফুটবল কমিটির চেয়ারম্যান বিজন বড়ুয়া টুর্নামেন্ট সম্পর্কে বিস্তারিত জানান। এ সময় ফেডারেশনের সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন উপস্থিত ছিলেন।

সোমবার নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম, দিনাজপুর স্টেডিয়াম, বগুড়ার বীর মুক্তিযোদ্ধা মমতাজ স্টেডিয়াম, ফরিদপুরের উপজেলা স্টেডিয়াম, ফেনীর শহীদ সালাম স্টেডিয়াম ও মানিকগঞ্জের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শুরু হবে খেলা। এরপর ২১ ও ২৩ জানুয়ারি শুরু হবে যথাক্রমে হবিগঞ্জ ও পটুয়াখালী ভেন্যুর ম্যাচ।

টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব শুরু হবে ফেব্রুয়ারী মাসের প্রথম সপ্তাহে। এবারের টুর্নামেন্টে অংশগ্রহনকারী প্রতিটি দলকে প্রস্তুতির জন্য ১০ হাজার টাকা করে দেয়া হয়েছে। আর প্রতি ম্যাচে জয়ের জন্য দলগুলো পাবে ৩ হাজার টাকা। ফাইনাল রাউন্ডে উন্নীত আটটি দল ফের অংশগ্রহন অর্থ হিসেবে পাবে ২০ হাজার টাকা। টুর্নামেন্টের শিরোপা জয়ী দলকে প্রাইজমানি হিসেবে দেয়া হবে এক লাখ টাকা। আর রানারআপ দল পাবে ৫০ হাজার টাকা।

ডেইলি বাংলাদেশ/আরএস/এএল