Alexa সোনা ওষুধও! মারতে পারে ভাইরাস

ঢাকা, বৃহস্পতিবার   ২২ আগস্ট ২০১৯,   ভাদ্র ৮ ১৪২৬,   ২১ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

সোনা ওষুধও! মারতে পারে ভাইরাস

 প্রকাশিত: ১০:২২ ২০ ডিসেম্বর ২০১৭   আপডেট: ১০:২৩ ২০ ডিসেম্বর ২০১৭

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সোনা মানেই অলঙ্কার। সোনা মানে শুধুই অহঙ্কার। এমন ভাবার কারণ নেই। গবেষণা বলছে এইচআইভি, ডেঙ্গুর মতো ভাইরাসও মারতে পারে সোনার কণিকা।

বিজ্ঞানীরা সোনার এমন কণিকার সন্ধান পেয়েছেন যা মানব শরীরকে মারাত্মক ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করতে পারে। সোনার সেই ন্যানোপার্টিকেলস মানবদেবের কোষের মধ্যে ঢুকে খতম করতে পারে ভাইরাস। আর এই গবেষণার ফলে এমন ওষুধ তৈরি সম্ভব যা, একাই এইচআইভি, ডেঙ্গু, ইবোলার মতো মারাত্মক ভাইরাসকে শেষ করে দিতে পারে।

বিজ্ঞানীদের দাবি, কোনো রাসায়নিক উপাদান মানবদেহের কোষের মধ্যে প্রবেশ করে ভাইরাসের সঙ্গে লড়াই করলে ওই কোষের ক্ষতি করে। এখনো পর্যন্ত এটাই ভাইরাস ধ্বংস করার পদ্ধতি। কিন্তু সোনার ন্যানোপার্টিকেল মানবদেহের কোনো ক্ষতি করে না। এমনটাই জানিয়েছেন সুইৎজারল্যান্ডের ইপিএফএল নামের গবেষণা সংস্থার প্রধান ফ্রান্সেসকো স্তেলাচি।

ডেইলি বাংলাদেশ/এসআর

Best Electronics
Best Electronics