Alexa সেলফি তুলতে গিয়ে ঝর্ণায় ২ তরুণের সলিল সমাধি

ঢাকা, বুধবার   ১৩ নভেম্বর ২০১৯,   কার্তিক ২৮ ১৪২৬,   ১৫ রবিউল আউয়াল ১৪৪১

Akash

সেলফি তুলতে গিয়ে ঝর্ণায় ২ তরুণের সলিল সমাধি

 প্রকাশিত: ০২:০৭ ৪ জুলাই ২০১৭  

ভারতের তেলেঙ্গানা প্রদেশের ঝর্ণায় সেলফি তুলতে গিয়ে পানিতে পড়ে গিয়ে ২ তরুণের মৃত্যু হয়েছে। নিজামাবাদের বাসিন্দা এই দুই তরুণের নাম আনসার ও ফাইজান। আনসারের দেহ পানি থেকে তোলা গেলেও এখনো ফাইজানের মৃতদেহ উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে ডাইভাররা। রবিবার আদীলাবাদ থেকে চার তরুণ কুন্তল ঝর্ণায় বেড়াতে আসে। একটি পিচ্ছিল জায়গায় ছবি তুলতে গিয়ে দুইজন পানিতে পড়ে যায়। পুলিশ জানিয়েছে, আনসার একজন মেকানিক এবং ফাইজান কলেজের শিক্ষার্থী ছিল। এই বিষয়ে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে এবং নিহতদের বাবা মাকে জানানো হয়েছে। সূত্র: এনডিটিভি ডেইলি বাংলাদেশ/আইজেকে