Alexa সেরা হওয়ার টিপস দিলেন বিদ্যা বালান

ঢাকা, শনিবার   ১৭ আগস্ট ২০১৯,   ভাদ্র ৩ ১৪২৬,   ১৬ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

সেরা হওয়ার টিপস দিলেন বিদ্যা বালান

 প্রকাশিত: ১৮:৫৫ ৭ সেপ্টেম্বর ২০১৭  

অভিনেত্রী বিদ্যা বালান : ছবি সংগৃহীত

অভিনেত্রী বিদ্যা বালান : ছবি সংগৃহীত

যশ, খ্যাতি আর সাফল্য তো আর জীবনে কম আসেনি। তাই সেরা হওয়ার টিপস দিতেই পারেন `ডার্টি পিকচার` খ্যাত অভিনেত্রী বিদ্যা বালান।

যেসব নারীরা ভাবেন, জীবনে তিনি কিছুই করতে পারেননি, তাদের উৎসাহ দিতে পাশে আছেন বিদ্যা। আসলে হেরে যাওয়াই জীবনের শেষ কথা নয়। ছোট-ছোট জয়কে উপভোগ করতে বলেন তিনি।

বিদ্যা বালানের ভাষ্যমতে, যে কোনো প্রতিযোগিতায় অংশ নেওয়ার আনন্দই আপনার জীবনে অবসাদ দূর করতে পারে। কেউ উপহাস করলে পাত্তা দেবেন না। তবেই সবার সেরা হওয়া সম্ভব বলে মনে করেন তিনি।

বাঙালি না হয়েও বাংলা ভাষাটা এতো দারুণ রপ্ত করেছেন এই অভিনেত্রী, এতে বাঙালিরাও বেশ গুণমুগ্ধ তার প্রতি।

এদিকে, খুব শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে বিদ্যা বালান অভিনীত ছবি `তুমহারি সুলু`। ইলিপসিস এন্টারটেনমেন্ট প্রযোজিত এই ছবিতে নতুনভাবে নিজেকেই আবিষ্কার করছেন বিদ্যা। তা দেখতে অবশ্য আরো কিছুদিন অপেক্ষায় থাকতে হবে বিদ্যা ভক্তদের।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

ডেইলি বাংলাদেশ/আরএ

Best Electronics
Best Electronics