Alexa সেরা কোচ পেপ গার্দিওলা

ঢাকা, সোমবার   ২১ অক্টোবর ২০১৯,   কার্তিক ৫ ১৪২৬,   ২১ সফর ১৪৪১

Akash

সেরা কোচ পেপ গার্দিওলা

স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০৫:১৮ ১৬ মে ২০১৯  

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয়বারের মতো সেরা কোচ নির্বাচিত হয়েছেন পেপ গার্দিওলা।

ম্যানচেস্টার সিটিকে পর পর দুই বার প্রিমিয়ার লিগে শিরোপা জেতানোয় গার্দিওলাকে চলতি মৌসুমের সেরা কোচ নির্বাচন করেছে লিগ ম্যানেজার অ্যাসোসিয়েশন।

এর আগে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন ও হোসে মরিনহো এই বিরল কৃতিত্ব অর্জন করেন।

২০১৭-১৮ মৌসুমে গার্দিওলার অধীনে ইপিএলের ইতিহাসে রেকর্ড ১০০ পয়েন্ট নিয়ে শিরোপা জেতে মানচেস্টার সিটি। এবারো ৯৮ পয়েন্ট নিয়ে শিরোপা জেতে সিটিজেনরা। 

প্রিমিয়ার লিগ ও ইএফএল কাপের ফাইনালে জেতার পর এখন গার্দিওলার লক্ষ্য এফএ কাপ জেতার। সে লক্ষ্যেই ১৮ মে ফাইনালে ওয়াটফোর্ডের বিপক্ষে খেলবে ম্যানচেস্টার সিটি।

ডেইলি বাংলাদেশ/আরএ