Alexa সেরা কে? মুখ খুললেন অনুশকা

ঢাকা, মঙ্গলবার   ২৫ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ১২ ১৪২৬,   ০১ রজব ১৪৪১

Akash

সেরা কে? মুখ খুললেন অনুশকা

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০৯:০৫ ৫ ডিসেম্বর ২০১৯  

আনুশকা শর্মা

আনুশকা শর্মা

বলিউডের প্রথম সারির অভিনেত্রী আনুশকা শর্মা। এবার তিনি জানিয়েছেন, তার সমসাময়িক নায়িকাদের মধ্যে কাদের তার কাছে সবচেয়ে বেশি ফ্যাশন সচেতন মনে হয়।

সম্প্রতি এক অ্যাওয়ার্ড ফাংশনে এসে অনুশকা মুখোমুখি হয়েছিলেন সাংবাদিকদের। সেখানেই তাকে ফ্যাশন সংক্রান্ত কিছু প্রশ্ন করা হয়। নিজের স্টাইল স্টেটমেন্ট নিয়েও সোজাসাপ্টা জবাব দেন অভিনেত্রী। এ বছর তাকে অনেক বার প্যান্ট-স্যুটে দেখা গিয়েছে। 

নায়িকার কথায়, ওই ধরনের পোশাকেই সবচেয়ে স্বচ্ছন্দ তিনি। ফ্যাশন পত্রিকার কভারের পাশাপাশি বিভিন্ন ইভেন্টেও স্টাইলিশ অবতারে দেখা যায় অনুশকাকে। তাকে সাজিয়ে তোলার পিছনে নিজের টিমের অবদানের কথাও মুক্তকণ্ঠে স্বীকার করলেন নায়িকা। 

তার মতে, ইন্ডাস্ট্রির ফ্যাশনিস্তারা হলেন দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, সোনম কাপুর। আর নায়কদের মধ্যে? অনেক চিন্তা করে অনুশকা বললেন রণবীর সিং এর নাম। আর রণবীর কাপুরকে দিলেন ‘ইটারনালি স্টাইলিশ’-এর তকমা।

ডেইলি বাংলাদেশ/টিএএস